পার্থ টেস্টে মাত্র দুই দিনে জিতে ইংল্যান্ডকে বেশ লজ্জায় ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজে মর্যাদা রক্ষার লড়াইয়ে ব্রিসবেনে লড়াইয়ে ফেরার আশা করলেও তা হলো না। গতকাল ম্যাচের চতুর্থ দিনেই পরাজয় স্বীকার করল ইংলিশরা। ৮ উইকেটের জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সামনের ম্যাচে জিতলেই অ্যাশেজ সিরিজ নিজেদের করে নেবে স্মিথবাহিনী।
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হয়ে উঠলেন মিচেল স্টার্ক। বল হাতে আগুন ঝরানোর পাশাপাশি ব্যাট হাতেও ম্যাজিক দেখিয়েছেন তিনি। দুই ইনিংস মিলে ৮ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে ৭৫ রানে নিয়েছেন ৬ উইকেট। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে শিকার করেছেন ২ উইকেট। এ ছাড়া নিজেদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৭ রান করেছেন তিনি। পুরস্কার হিসেবে ম্যাচসেরা হয়েছেন মিচেল স্টার্ক। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৩৩৪ রান করে ভালো লড়াই করার ইঙ্গিত দিয়েছিল দলটা। তবে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ৫১১ রান করে ইংল্যান্ডের কাজ কঠিন করে তোলে। ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ২৪১ রানেই থেমে যায় তাদের ইনিংস। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় কেবল ৬৫ রান! ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল হাতে সফল ছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল নেসার। তিনি ৪২ রানে ৫ উইকেট শিকার করেন। এ ছাড়া স্কট বোলান্ড দুটি ও ব্রেন্ডন একটি উইকেট শিকার করেন।
অ্যাশেজ সিরিজ শেষবার অনুষ্ঠিত হয় ২০২৩ সালে। সেবার ২-২ ব্যবধানে ড্র করে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। অবশ্য আগেরবার সিরিজ জয় করায় ট্রফি থেকে যায় অস্ট্রেলিয়ার কাছেই। এবার নিজেদের মাঠে অনুষ্ঠিত অ্যাশেজে ইংল্যান্ডকে কোনো সুযোগই দিচ্ছে না অস্ট্রেলিয়া! সিরিজ বাঁচাতে হলে সামনের তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে ড্র করতেই হবে ইংল্যান্ডকে। অন্যদিকে একটি ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে।