অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার হাতছানি টাইগার যুবাদের সামনে। শিরোপা জিততে আজিজুল হাকিমের নেতৃত্বে বাংলাদেশের যুবারা আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। চ্যাম্পিয়নশিপে আজিজুল বাহিনীর প্রথম ম্যাচ ১৩ ডিসেম্বর আফগানিস্তান, ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।
২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম বলেন, ‘আমরা সবসময় ভিতর থেকে প্রস্তুত থাকি চ্যাম্পিয়নের জন্য। আমরা প্রসেসে বিশ্বাসী। আশা থাকবে, ইনশাআল্লাহ হ্যাটট্রিক চ্যাম্পিয়নের।’