ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা মুখিয়ে থাকেন। পুরো বছর অপেক্ষায় থাকেন আইপিএলে নাম লেখাতে। নিলামে কারও ভাগ্যে দল জোটে, কারও ভাগ্যে জোটে না। আইপিএলের এবারের নিলামের চূড়ান্ত তালিকায় নাম রয়েছে বাংলাদেশের সাত ক্রিকেটারের। ১৩৯০ থেকে বাছাইয়ের পর নিলামে টিকে গেছেন ৩৫০ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে ক্রিকেটার বাছাই করে এ নিলামের তালিকা তৈরি করা হয়। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। নাম নেই বাংলাদেশ টি-২০ অধিনায়ক লিটন দাস এবং সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
আইপিএলের নিলামে যে কোনো ক্রিকেটার নাম লেখাতে পারেন। এরপর দলগুলোর আগ্রহে তালিকা থেকে যাচাইবাছাই করে নিলামের চূড়ান্ত তালিকা গড়া হয়। বাছাই করে যে ৩৯০ ক্রিকেটারের নিলামের তালিকা করা হয়েছে, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় চমক বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান। জাতীয় দলের ক্রিকেটার নন বাঁ-হাতি এ স্পিনার। ২০২০ অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন রাকিবুল। আইপিএল কর্তৃপক্ষ যে তালিকা প্রকাশ করেছে, তাতে ভারতের ক্রিকেটারের ২৪০ এবং বিদেশি ১১০ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৭৭ ক্রিকেটার দল পাবেন। বিদেশি ক্রিকেটার দল পাবেন ৩১ জন। আইপিএলের এবারের নিলাম ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।
নিলামে সাকিবের নাম না থাকাটা একটু অবাক করেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়ে যাওয়া সাকিবের বয়স এখন ৩৮ ছুঁইছুঁই। ফিটনেসে ঘাটতি রয়েছে। আগের মতো ক্ষুরধার পারফরম্যান্সও নেই। সেজন্য হয়তো নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ হয়নি সাকিবের। লিটনের নাম না থাকাটাও অবাক করেছে অনেকের। রাকিবুল অবশ্য ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের পক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলেছেন। এ ছাড়া এশিয়ান রাইজিং স্টার্স টুর্নামেন্টে খেলেছেন। তাকে রাখা হয়েছে ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের আনক্যাপড স্পিনারদের তালিকায়। আইপিএলে আট মৌসুম খেলা বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি টাকার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ক্রিকেটারের সংখ্যা ৪০। টাইগার চার পেসার তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরিফুল এবং লেগ স্পিনার রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। রিশাদ বর্তমান বিগব্যাশ খেলতে অস্ট্রেলিয়া অবস্থান করছেন।