কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মেয়েরা জিতলেও পরের দুই ম্যাচে টানা জিতে এগিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল কক্সবাজারে সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগ্রেসরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। এরপর বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ২৪ রানে ৩ উইকেট এবং ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমান নাসির সর্বোচ্চ ২৩ রান করেন। এ ছাড়া মেমুনা খালিদ ১৮, জুফিশান আইয়াজ ১৪ ও মাহনুর ১২ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে হাবিবা ও অতশী দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন ও জেরিন তাসনিম। জবাব দিতে নেমে বাংলাদেশও শুরুতে ভালো করতে পারেনি। দলীয় ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিক মেয়েরা। তবে এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম ৪৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করেন। একটি ছক্কা ছাড়াও ৩টি চার হাঁকান তিনি। জান্নাত ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তিনি ৩ ছক্কার পাশাপাশি ৩টি চার মারেন। শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট শিকার করেন মাহনুর, রোজিনা ও মেমুনা খালিদ। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ১৩ রানে জয় পায়। পরের ম্যাচে বাংলাদেশ জেতে ৩ উইকেটে। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ইনিংস : ৮৬/৮, ২০ ওভার (ইমান নাসির ২৩, জুফিশান ১৪, মেমুনা খালিদ ১৮, মাহনুর ১২; হাবিবা ইসলাম ২/২৫, ওতোশি মজুমদার ২/১২, ফারজানা ১/২২, জেরিন ১/১১)।
বাংলাদেশ ইনিংস : ৮৭/৩, ১৩.৩ ওভার (সুমাইয়া আক্তার ৪, অরিত্রি মণ্ডল ৩, অচেনা জান্নাত ৩০*, সাদিয়া ইসলাম ৩৫, মাইমুনা ৪*; মাহনুর ১/১৪, রোজিনা ১/১৭, মেমুনা ১/১৪)।