মালয়েশিয়া কুয়ালালামপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বাদ মাগরিব হাংতুয়া মসজিদ আল বোখারীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার।
স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হৃদয়ের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, দাতো আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু ও সহ-সাধারণ সম্পাদক মো. কাজী সালাউদ্দিন।
উপস্থিত নেতৃবৃন্দ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দীর্ঘদিন ধরে অসুস্থ্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনা করে দুই রাকাত নফল নামাজ আদায় শেষে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েল, সহ-সাংগঠনিক আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক তারেক সালাম, প্রচার সম্পাদক মারুফ এলাহী, সহ- আন্তর্জাতিক সম্পাদক মো. আখতারুজ্জামান, সদস্য পলাশ তালুকদার, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বুকিত বিন্তাং শাখা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি এম এম মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আক্তার গাজী, সাংগঠনিক সম্পাদক মইন, সহ-সভাপতি ফুরকান শাহ, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, আলিম উল্লাহ, সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম, সদস্য শরীফ মিজি, সুহান খাঁনসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/কেএ