৬০ ডেলিভারি রাইডারকে বেআইনি কাজের অভিযোগে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশিসহ রয়েছেন ভারত ও চীনা নাগরিক। জানা গেছে, তারা অবৈধভাবে ব্রিটেনে ডেলিভারি পেশায় যুক্ত ছিলেন ।
সরকার জানিয়েছে, যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করতে গিয়ে ধরা পড়া ৬০ জন ডেলিভারি রাইডারকে নিজ দেশে থেকে ফেরত পাঠানো হবে।
হোম অফিস বলছে, নভেম্বর মাসে টানা সাতদিন সারা দেশের বিভিন্ন শহর, উপশহর ও গ্রামে পরিচালিত একটি জাতীয় অভিযানে মোট ১৭১ জন রাইডারকে আটক করা হয়েছে।
বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি কোম্পানিগুলোকে আরও সতর্ক হতে বলেছেন। বিশেষ করে ফেসিয়াল রিকগনিশন চেক বাড়াতে আহ্বান জানিয়েছেন। বলেছেন, যুক্তরাজ্যে কাজ করার অনুমতি নেই এমন ব্যক্তিকে যেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করতে না দেওয়া হয়।
তিনি আরও বলেন, 'আমরা ডেলিভারি সেক্টরে বেআইনি কাজ বন্ধ করতে আইন আরও কঠোর আইন করছি, যাতে এই ধরনের অপরাধমূলক কাজ সমাজ থেকে দূর করা যায়।'
হোম অফিস জানিয়েছে, সলিহালের একটি রেস্টুরেন্ট থেকে দুইজন চীনা নাগরিক, লন্ডনের নিউহ্যাম থেকে বাংলাদেশি ও ভারতীয় চারজন রাইডার এবং নরউইচ থেকে ভারতীয় তিনজন রাইডারকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাতজনকে এখন ফেরত পাঠানোর প্রক্রিয়ায় রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই