তুরস্কের দক্ষিণাঞ্চলে মহাসড়কে একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি শনিবার ভোরে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে ঘটেছে। বাসটি লরিটিকে ধাক্কা দেওয়ার পর টায়ার ফেটে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসটির সামনের ডান পাশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। যেখানে এটি লরির পেছনে ধাক্কা দেয়।