২০২৪ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়ায় আনুমানিক ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, মৃত্যু ও আক্রান্তের বেশির ভাগই আফ্রিকা মহাদেশে রেকর্ড করা হয়েছে। যাদের বেশির ভাগ শিশু বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্ত এবং মৃত্যুর ৯৫ শতাংশ ঘটেছে এ মহাদেশটিতে। আফ্রিকায় পাঁচ বছরের কম বয়সি শিশুরা প্রায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে। ২০২৩ সালে মৃত্যুর সংখ্যার তুলনায় এ সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। ডব্লিউএইচওর তথ্য অনুসারে, আফ্রিকান অঞ্চলে ম্যালেরিয়াজনিত ঘটনায় সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নাইজারে। -এএফপি
এর মধ্যে নাইজেরিয়ায় ৩১ দশমিক ৯ শতাংশ, কঙ্গোয় ১১ দশমিক ৭ শতাংশ এবং নাইজারে ৬ দশমিক ১ শতাংশ মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বে মোট রেকর্ডকৃত ম্যালেরিয়া সংক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী ২৮ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। বছরের পর বছর ৩ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। ডব্লিউএইচও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে তহবিলের ঘাটতির কথা তুলে ধরেছে। তারা বলছে, ২০২৪ সালে ম্যালেরিয়া প্রতিক্রিয়ায় ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। চলতি বছরে সালে ৯ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল লক্ষ্যমাত্রার থাকলেও এখন পর্যন্ত অর্ধেকেরও কম পাওয়া গেছে। বিশ্বের সবচেয়ে মারাত্মক ভেক্টর-বাহিত রোগগুলোর মধ্যে একটি ম্যালেরিয়া। এটি মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রামিত হয়। রোগের লক্ষণ দেখা দিলে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং সাধারণত জ্বর, ঠান্ডা লাগা, বমি এবং ফ্লুর মতো অসুস্থতা থাকে। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এই রোগ গুরুতর জটিলতা এবং মৃত্যুর কারণ হতে পারে।