ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধের দাবিতে উত্তাল ভারতের সংসদ। গতকাল ছিল সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন। কিন্তু সোমবারের মতো গতকালও পণ্ড হয়ে গেল অধিবেশন। সূত্রের খবর, সরকার চায় যে, প্রথমে সংসদে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনা শুরু হোক। কারণ সংসদের বিজনেস অ্যাডভাইজরি কমিটির (বিএসি) পূর্ববর্তী বৈঠকে এ বিষয়টি বিতর্কের জন্য নির্ধারিত ছিল। সে ক্ষেত্রে এসআইআরসহ অন্য বিষয় নিয়ে আলোচনা পরেও করা যেতে পারে। যদিও বিরোধী দলগুলো প্রথমে এসআইআর নিয়েই আলোচনার দাবি জানাতে থাকে। তাতেই যত বিপত্তি!
কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার সংসদে এসআইআর ইস্যু এবং নির্বাচনি সংস্কার নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। তবে বিরোধী দলগুলো যেন কোনো সময়সীমা নির্ধারণ না করে। তা ছাড়া দেশে অনেক সমস্যা আছে। আপনার একটি বিষয়কে আঁকড়ে ধরে না থেকে অন্য বিষয়গুলোও উত্থাপন ধরা উচিত। কারণ সমস্ত বিষয়ই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসআইআর নিয়ে সংসদে চলমান অচলাবস্থা দূর করতে বিরোধী নেতাদের অনুরোধও জানান রিজিজু। কিন্তু এত অনুরোধ, আবেদন সত্ত্বেও কোনো কাজ হয়নি। এদিন সকালে অধিবেশনের শুরুর আগে এসআইআর ইস্যুতে সংসদ চত্বরে প্রতিবাদ দেখায় বিরোধীরা। এ প্রতিবাদের নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। এ প্রতিবাদ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদরা, গৌরব গগৈ, ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধিসহ বিরোধী দলের অন্য সংসদ সদস্যরাও। হাতে ‘স্টপ এসআইআর’, ‘স্টপ ভোট চুরি’ লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। মল্লিকার্জুন খারগে জানান, গণতন্ত্র রক্ষার দাবিতে এবং অন্যায়ের প্রতিবাদে আমাদের এ আন্দোলন চলতে থাকবে।