জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া বলেছেন, ‘আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যৌথ সংগ্রামে থাকা রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান, মূল্যায়ন ও আলোচনার ধারাবাহিকতা ধরে রাখতে বিএনপি ও জামায়াত ব্যর্থ হয়েছে। সারা দেশে প্রার্থী ঘোষণা করার সময় জোটসঙ্গীদের সম্পৃক্ত করা হয়নি।’ গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গত আন্দোলনে প্রতিটি কঠিন দিনে জনতার অধিকার পার্টি রাজপথে ছিল। অথচ এখন দেখা যাচ্ছে বিএনপির কোনো কোনো নেতা-কর্মী তাচ্ছিল্য, উপেক্ষা ও ভুল মনোভাব দেখাচ্ছেন।’