বাংলাদেশের শ্রমিক অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও শ্রমিক নেতারা। তারা বলেন, কেবল কনভেনশন স্বাক্ষর করলেই বাস্তব পরিবর্তন আসবে না; নিশ্চিত করতে হলে কর্মক্ষেত্রে কার্যকর বাস্তবচিত্র পরিবর্তন প্রয়োজন। সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, একসঙ্গে তিনটি আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন করা দেশের শ্রমিক অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এটি একটি আইনি মাইলফলক, যা বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় যে অন্তর্বর্তী সরকার শ্রমিকের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে শ্রমিক নেতারা ও বিশেষজ্ঞরা বলেন, শুধু স্বাক্ষর করলেই হবে না, বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারি, মালিকপক্ষ ও শ্রমিক সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, কনভেনশনগুলো ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে আসতে হবে, বিশেষত কনভেনশন ১৫৫ ও ১৮৭। সব কর্মক্ষেত্রে সমভাবে এই নীতি প্রয়োগ করতে হলে সরকারি দপ্তরগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি সবচেয়ে জরুরি। কনভেনশন ১৯০ কার্যকর করতে সামাজিক আচরণ, সচেতনতা ও মানসিকতার পরিবর্তন অপরিহার্য।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হলে সুযোগসুবিধা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা প্রয়োজন। সরকারের সঙ্গে মালিক ও শ্রমিক সবপক্ষের সচেতনতা বৃদ্ধি, ঘন ঘন পরিদর্শন এবং শক্তিশালী নজরদারি অপরিহার্য।
গত বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলও তিনটি কনভেনশন অনুসমর্থনের সিদ্ধান্ত উদযাপন করে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রশংসা করে বলেন, তিনটি আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ তার বৈশ্বিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করছে। একটি দেশ তার সব নাগরিককে ক্ষমতায়িত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রম অধিকার সুরক্ষা বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং বাজারে প্রবেশাধিকারের সঙ্গে যুক্ত।
অনুষ্ঠানে আইএলও বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, বাংলাদেশ নিশ্চিত করবে যে প্রতিটি কর্মক্ষেত্র নিরাপদ, স্বাস্থ্যকর ও সহিংসতামুক্ত। এগুলো মানব মর্যাদা রক্ষার ন্যূনতম মানদণ্ড।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, শ্রম আইনের সঙ্গে আইএলও কনভেনশন বাস্তবায়ন এগিয়ে নিতে হবে।