বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. মোশারফ হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশ থেকে ফোন করে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে আধুনিক প্রযুক্তি দিয়ে তাঁর অশ্লীল ছবি বানিয়ে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় মোশারফ হোসেনের পক্ষে বগুড়া সদর থানায় কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন সোমবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক মেহেদী হাসান। জিডিতে বলা হয়, মোশারফ হোসেনের সম্মান ক্ষুণ্ন করার জন্য একটি মহল দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বগুড়া উপশহরে তাঁর নিজ বাসায় অবস্থানকালে হোয়াটসঅ্যাপে বিদেশি নম্বর থেকে বার্তা দিয়ে অনৈতিক সুবিধা দাবি করা হয়েছে। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাঁর বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করার হুমকি দেয়।
মোশারফ হোসেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে তিনি আবারও বিএনপি মনোনীত প্রার্থী। পরিচ্ছন্ন রাজনীতি চর্চাকারী হিসেবে নির্বাচনি এলাকায় তাঁর সুনাম রয়েছে।
জিডিকারী আবদুল মোমিন জানান, নির্বাচনে তাঁদের পরাজয় ঘটবে বলে ষড়যন্ত্রীরা মোশারফ হোসেনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।