দূর থেকে দেখলে মনে হবে—পুরো গাছটাই সোনারঙে মোড়ানো। হেমন্ত বিদায় নিতে এখনো দুই সপ্তাহ বাকি, তবুও রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার জন্মভিটা সংলগ্ন স্মৃতিকেন্দ্রের অতিথিশালার পূর্বদিকে সোনাপাতি গাছটি ফুটে রঙ ছড়াচ্ছে।
শনিবার বিকেলে সেই অপরূপ দৃশ্য চোখে পড়ে। দর্শনার্থীরা এসে মুগ্ধ হচ্ছেন আমেরিকায় জন্মানো এই ফুলগাছটি দেখে, যা আমাদের দেশে খুব কমই দেখা যায়।
বাংলা একাডেমির সহপরিচালক এবং রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, ফুলটির একটি সুন্দর বাংলা নাম রয়েছে—‘চন্দ্রপ্রভা’। তবে সোনাপাতি বা ‘টেকোমা’ নামেই এটি বেশি পরিচিত। চিরসবুজ এই ছোট বৃক্ষ খুব দ্রুত বেড়ে ওঠে এবং ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছের ডালপালা এলোমেলোভাবে চারদিকে ছড়িয়ে থাকে এবং ফুলের ভারে প্রায়ই নুয়ে পড়ে।
ডালের আগা থেকে প্রথম ফুল ফোটে। সবুজ পাতার ঝোপের ভেতর উজ্জ্বল হলুদ ফুলগুলোকে অতুলনীয় সুন্দর দেখায়। সোনাপাতি ফুলের ইংরেজি নাম ইয়োলো বেলস, ইয়োলো ট্রাম্পেট, ইয়োলো এল্ডার ইত্যাদি।
বীজ থেকে চারা তৈরি করা গেলেও প্রধানত ডাল কেটে কলমের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। টব, ছাদ, বাড়ির বাগান, পার্ক, রাস্তার ধারে, সড়ক দ্বীপে এবং স্কুল–কলেজের আঙিনায় লাগালে পরিবেশে আরও সৌন্দর্য যোগ করতে পারে এই বিদেশি রংধনুর ফুল।
বিডি-প্রতিদিন/মাইনুল