নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে ৫ টাকার বৃক্ষমেলা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের সিটি পার্কে তিনি নিজে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।
এদিন সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই মেলা চলে। সেই সঙ্গে মেলা থেকে যে কেউ ৫ টাকা করে যেকোনো বৃক্ষ ক্রয় করতে পেরেছেন। একই সঙ্গে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, পরিবেশপ্রেমী এবং শিশুদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠে প্রাণবন্ত।
এ বিষয়ে মাসুদুজ্জামান বলেন, কয়েক দশক পূর্বে নারায়ণগঞ্জ ছিল সম্পূর্ণ সবুজে ঘেরা একটি শহর। কিন্তু ধীরে ধীরে অপরিকল্পিত নগরায়নের ফলে ইট-পাথরের নগরে রূপান্তরিত হয়েছে শহরটি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহর, দেশ ও পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে হলে সবুজায়নকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। শহরের মানুষ দিনে দিনে যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। তাই আজকের বৃক্ষমেলা শুধু একটি আয়োজন নয়, বরং দীর্ঘমেয়াদি সাফল্যের সূচনা।
তিনি আরও বলেন, সামান্য মূল্যটি দিয়ে গাছ সংগ্রহ করা হচ্ছে, তা আসলে আপনাদেরকে উৎসাহিত করার জন্য। যদি গাছগুলো লালন-পালন ও পরিচর্যা করা হয়, তাহলে এটি শুধু শহরের পরিবেশকে নয়, পুরো পৃথিবীর পরিবেশকে সংরক্ষণ করবে।
বিডি-প্রতিদিন/মাইনুল