৯ ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। দিনটিকে ঘিরে আগে ভাগেই দর্শনাথীদের পদচারণায় মুখর হয়ে হয়ে উঠেছে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। সেখানেরই পুকুরপাড়ে লম্বাটে এক হলুদ রঙের ফুল আগত দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে।
রবিবার দেখা গেল আকাশের দিকে যেন চোখ মেলে তাকিয়ে আছে ফুলগুলো। ঝোপের মাঝে সম্মিলিত ফুলগুলোর সৌন্দর্য মুগ্ধ হওয়ার মতো। ফুলটির নাম দাদমর্দন আর ইংরেজি নাম ক্যান্ডেল বুশ।
ফুল ও গাছটি নিয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাংলা একাডেমির সহপরিচালক কৃষিবিদ আবিদ করিম মুন্না জানান, ঔষধি গাছ হিসেবে ‘দাদমর্দন’ সুপরিচিত। দাদ ও পাঁচড়া তথা চর্মরোগে এই গাছের পাতার রস বেশ কার্যকরী। মেছতার দাগ নির্মূলে সুফল পাওয়া যায়। পথের ধারে, পরিত্যক্ত জমিতে, ক্ষেতের মধ্যবর্তী ও অনাবাদি স্থানে ‘দাদমর্দন’ গাছ জন্ম নেয়।
তিনি আরও জানান, গুল্মজাতীয় এই গাছটি বেশ দ্রুত বাড়ে। ফুল ফোটে সেপ্টেম্বর থেকে জানুয়ারি। ফুলের পর ফল আসে। একটি ফলে প্রচুর বীজ থাকে। ফল পুষ্ট হয়ে ফেটে ঝরে পড়ে এবং সেখান থেকেই চারা জন্ম নেয়। ফুলটির আদি নিবাস মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা।
বিডি-প্রতিদিন/এমই