বার্ষিক হল ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল দুপুরে তারা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বুয়েটে অন্যান্য প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বার্ষিক হল ফি কয়েক গুণ বেশি আদায় করা হচ্ছে। চুয়েটে সর্বোচ্চ বার্ষিক হল ফি নেওয়া হয় সাড়ে ৭ হাজার টাকা, অথচ বুয়েটে নেওয়া হচ্ছে ২০ হাজার টাকা। পাশাপাশি বার্ষিক অনাবাসিক হল ফি হিসেবে আদায় করা হচ্ছে সাড়ে ৮ হাজার টাকা। এর সঙ্গে মাসিক ডাইনিং ফি, বার্ষিক অ্যাটাচ্ড হল ফি এবং বাধ্যতামূলক মাসিক ডাইনিং জরিমানার অর্থও নেওয়া হচ্ছে।