সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৮ জনের। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ৪৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ২৮৪ জন।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তার মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬, উত্তর সিটি করপোরেশনে ৫৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ময়মনসিংহ বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ৪৮, রংপুরে ৩ এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছে। এ সময়ে ৪৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীর মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৯৬ হাজার ২৩২ জন।