জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের সব ইসলামি দলগুলো নিয়ে জামায়াত একটি প্ল্যাটফর্ম তৈরি করতে বদ্ধপরিকর। আশাকরি অতীতের সব ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হব। এর ফলে আগামী দিনে দেশে একটি ইসলামি সরকার প্রতিষ্ঠিত হবে। গতকাল আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের ঢাকার বাসভবনে চৌদ্দগ্রামের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আবদুল ওহাব, উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর সদরের সভাপতি মাওলানা মুফতি আবদুল্লাহ নোমান, চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।