চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া থেকে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে জোট পুকুরিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের বাবা। পেশায় অটোরিকশাচালক।
জানা যায়, নুরুল ইসলাম ভোরে যাত্রী আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ করে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবির নেতা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন ফজরের আজানের আগে গুলির শব্দ শুনেছেন তারা। তাঁর পিঠের বাঁ পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। সিএনজি অটোরিকশায়ও ভাঙা চিহ্ন দেখা গেছে।’ লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’