ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দীপাবলিকে অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি শুধু ভারতের জন্যই গর্ব নয়, বরং বিশ্বের লাখো মানুষের গর্ব। দীপাবলিকে শুধু একটি উৎসব হিসেবে নয়, বরং আমরা এর মধ্যদিয়ে একটি জীবন্ত ঐতিহ্যকে উদ্যাপন করি। যা সাম্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। গতকাল ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বিশ্বব্যাপী দীপাবলি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এর আগে, গতকাল নয়াদিল্লির লালকেল্লায় চলমান ইউনেস্কোর আন্তসরকারি কমিটির বৈঠকে দীপাবলি উৎসবকে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনার বলেন, দীপাবলি হলো আলোর উৎসব। এটি সত্যের বিজয়, অজ্ঞতার ওপর জ্ঞানের জয়, আর হতাশার ওপর আশার জয়কে তুলে ধরে। এ মূল্যবোধ ও গুণাবলি জাতি, সংস্কৃতি বা ধর্মের গণ্ডি ছাড়িয়ে মানবতার সাধারণ সম্পদে পরিণত হয়েছে।
ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক আন্তসম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশেও দীপাবলি ব্যাপকভাবে পালিত হয়। কালীপূজার পাশাপাশি এটি শ্যামাপূজা বা দীপান্বিতা মহোৎসব নামেও পরিচিত। এসব অভিন্ন ঐতিহ্য দুই দেশের দীর্ঘকালীন ঐতিহাসিক ও সভ্যতাগত বন্ধনের প্রতিফলন।