এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেছেন, সরকারি ক্রয়ে অতিক্ষুদ্র, নারী ও নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ ১ শতাংশ বাড়লে নতুন কর্মসংস্থান হবে প্রায় ৩০ থেকে ৫০ হাজার। আর ১০ শতাংশ বাড়লে নতুন কর্মসংস্থান হবে প্রায় ১০ লাখ মানুষের। এজন্য সরকারি ক্রয়ে অতিক্ষুদ্র, নারী ও নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে হবে।
গতকাল রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস’ নিয়ে এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন বলেন, নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি হলে সমতাভিত্তিক অর্থনীতি ও পরিবারিক আয়ের প্রবৃদ্ধি হয়। নতুন প্রতিষ্ঠানের জন্য বাজার উন্মুক্ত হলে উদ্ভাবন, নতুন প্রযুক্তি ও স্থানীয় শিল্প বিস্তার লাভ করে।