ফেনী শহরের রাজাঝির দিঘি থেকে শুকুর আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানাসংলগ্ন দিঘির পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, শুকুর আলী গাজীপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম হারুন আলী।
আবু কাউছার নিপু নামে দিঘির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন বলেন, আমি দিঘির দেখাশোনার কাজ করি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৯টার দিকে দিঘির পশ্চিম পাশে হাঁটার সময় লাইটের আলোতে পানিতে মানুষের মাথার মতো কিছু দেখতে পাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার পরনে শার্ট, লুঙ্গি ও মাফলার ছিল। আরও কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশটি এখানে কীভাবে এসেছে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ কাজ করছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।