ঢাকার অদূরে সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলায় সাপের কামড়ে শিখা মণি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সাপে কামড় দিলে বিভিন্ন হাসপাতাল ঘুরে প্রয়োজনীয় ‘অ্যান্টিভেনম’ ইনজেকশন না পেয়ে রাত ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর নানি শাহনাজ বেগম বলেন, ‘আমার মেয়ে জেসমিন আক্তারের একমাত্র মেয়ে শিখা মণিকে মঙ্গলবার দুপুরের দিকে সাপে কামড় দেয়। প্রথমে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক একটি ওষুধ দিয়ে বলে এটা দুই বেলা খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। পরে আমার নাতনিকে বাসায় নিয়ে আসি। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাই। সেখানকার ডাক্তার জানায় আপনারা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পরে চিকিৎসকরা জানান, তাদের কাছে অ্যান্টিভেনম নেই, পরে ওখান থেকে দ্রুত মহাখালী হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে চিকিৎসক জানান, ওখানেও সাপের অ্যান্টিভেনম নেই। সেখান থেকে আমার নাতনিকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
শিশুটির নানি উষ্মা প্রকাশ বলেন, বিভিন্ন হাসপাতালে ঘুরেও অ্যান্টিভেনম পেলাম না। যার জন্য নাতনিকে বাঁচাতে পারলাম না। ঢাকার সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান বলেন, চাহিদা পাঠানোর পরও অ্যান্টিভেনম দেয়নি। পরে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ঔষধাগারেও অ্যান্টিভেনমের সংকট। আমরা চেষ্টা করছি নিয়ে আসার।