রাজধানীর পল্টনে সিআইডি পুলিশের ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরি থেকে গতকাল আফতাব উদ্দিন রিগান (৩৭) নামে এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, আফতাব উদ্দিন প্রশিক্ষণের জন্য এক মাস ধরে ডরমেটরিতে ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি ৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআইয়ের ট্রেনিং শেষে ২০১৭ সালে পুলিশে যোগ দেন। আফতাবের বাড়ি মৌলভীবাজারে।
পল্টন থানার এসআই শামীম হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আফতাবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।