কক্সবাজারে মোটরসাইকেলে এসে যুবদলের দুই নেতাকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন লারপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তাঁরা যুবদলের কর্মী বলে জানা গেছে।
কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, ‘স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অনতিবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
স্থানীয় এক বাসিন্দা জানান, ২০২৩ সালে সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাগ্বিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিল। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কক্সবাজার মডেল থানার ওসি ছমি উদ্দিন বলেন, ‘পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’