জাতীয় নির্বাচন সামনে রেখে আরেকটি জোট হলো। জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জাতীয় পার্টির (জেপি) নেতৃত্বে এ জোটের নাম দেওয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। জাপার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল থাকছে এ জোটে।
গতকাল রাজধানীর গুলশান-১ নম্বর এলাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ হয়। এ জোটের ১৮টি দলের মধ্যে ৬টির নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন রয়েছে। নতুন জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। সভাপতি হয়েছেন জাতীয় পার্টি একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। জোটের প্রধান মুখপাত্র হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এ ছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নতুন দল জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে। এনডিএফের শরিক নিবন্ধিত দলগুলো হলো-জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট। অনিবন্ধিত দলগুলো হলো- বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন। এ জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু নতুন রাজনৈতিক ফ্রন্ট গঠনের উদ্যোগের প্রশংসার পাশাপাশি শঙ্কাও প্রকাশ করেন। বলেন- এ ধরনের চেষ্টা অনেক সময় ব্যর্থ হয়। মঞ্জু বলেন, সরকারের মূল দায়িত্ব ছিল রাজনৈতিক দ্বন্দ্ব প্রশমিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। কিন্তু বাস্তবে তারা প্রশাসনিক কাঠামোতে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মনে করেন আনিসুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়লে ‘মাফিয়া-নিয়ন্ত্রিত’ নির্বাচন আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।
জোটের প্রধান মুখপাত্র রুহুল আমিন হাওলাদার বলেন, সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করাই এখন প্রধান দায়িত্ব। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে।