ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে একাধিক বাউলের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। হামলায় কয়েকজন বাউল আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা। জানা যায়, সম্প্রীতির ঐক্যের ব্যানারে দেশে সম্প্রতি বাউল সাধকদের ওপর হামলার প্রতিবাদ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার বাউল সম্রাট আবুল সরকারের মুক্তির দাবিতে গতকাল দুপুর আড়াইটার দিকে একটি প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচারণাও চালানো হয়।
হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউল সাধকরা এসে আদালত প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। এ সময় একদল লোক এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বাউলরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে।
মাহাবুব আলম রুবেল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, কয়েকজন বাউল প্রাণে বাঁচতে আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা আইনজীবী সমিতির ভিতরে আশ্রয় নিলে সেখানেও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা শো-ডাউন দেন। আদালত প্রাঙ্গণের মতো একটি নিরাপত্তাবেষ্টিত জায়গায় এমন অতর্কিত হামলা জাতির জন্য নিরাপত্তাজনিত হুমকি। আমরা এমন নৈরাজ্য কখনোই প্রত্যাশা করি না। এদিকে হামলার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, বাউল সাধকদের চৌরাস্তায় একটি কর্মসূচি ছিল। সেখানে পুলিশ আগে থেকে অবস্থান নিয়েছিল যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু বাউল সাধক আদালত প্রাঙ্গণে চায়ের দোকানে অবস্থানকালে ওই ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।