টেলিটক বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বাটন ফোনে স্মার্টফোনের সুবিধা, এই শীর্ষ প্রযুক্তির সমন্বয়ে তৈরি নতুন ৪জি ক্লাউড ভোল্ট (VoLTE) হ্যান্ডসেট বান্ডল অফার। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এই অফারের উদ্বোধন করেন। এতে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকদের সাশ্রয়ী পণ্য ও সেবা প্রদান করে আসা টেলিটক এবার বাজারে এনেছে মাত্র ২,৪৯৯ টাকা দামের ৪জি ক্লাউড হ্যান্ডসেট, যা সিমসহ পাওয়া যাবে। এই হ্যান্ডসেটের মাধ্যমে গ্রাহক সহজেই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক ব্যবহার করতে পারবেন।
অফারের অংশ হিসেবে গ্রাহকরা পাচ্ছেন ৭ দিনের জন্য ২ জিবি ডাটা ফ্রি। পাশাপাশি রয়েছে দুটি আকর্ষণীয় বান্ডল—
অফারের আওতায় গ্রাহকরা দুটি আকর্ষণীয় বান্ডল সুবিধা পাবেন। মাত্র ৪৯ টাকায় পাওয়া যাবে ২৫ মিনিট কথা বলার সময়, ১০টি এসএমএস এবং ২ জিবি ডাটা, যার মেয়াদ ১৫ দিন। এছাড়া ৳৮৯ টাকায় গ্রাহকরা পাবেন ৫০ মিনিট, ২০টি এসএমএস এবং ৫ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন।
গ্রাহকরা নির্দিষ্ট USSD কোড ডায়াল করে আগামী ৬ মাস পর্যন্ত ইচ্ছামতো এসব বান্ডল অফার গ্রহণ করতে পারবেন।
প্রাথমিকভাবে ঢাকার গুলশান-১, আজিমপুর, মিরপুর-১০, শেরে-বাংলা নগর, উত্তরা পোস্ট অফিস ও শ্যামলী গ্রাহকসেবা কেন্দ্র থেকে, আর ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, চট্টগ্রামের দামপাড়া এবং কক্সবাজার গ্রাহকসেবা কেন্দ্র থেকে এই হ্যান্ডসেট ক্রয় করা যাবে।
বিডি প্রতিদিন/মুসা