বাংলাদেশে নতুন পুষ্টিপণ্য নিয়ে আসার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহযোগিতায় তৈরি এই সিরিয়াল–ভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট ফোর্টিফায়ারের নাম দেওয়া হয়েছে ‘নেসলে পুষ্টিগ্রো+’।
ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসআইআর–এর চেয়ারম্যান সামিনা আহমেদ, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রিটো রেঙ্গলি এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বীরাক্কোডি। প্রায় একশ’ গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। নেসলে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পাঁচ বছর থেকে নয় বছর বয়সী শিশুদের প্রয়োজনীয় পুষ্টি মাথায় রেখে তৈরি ‘নেসলে পুষ্টিগ্রো+’-এ রয়েছে প্রোবায়োটিকসহ ১৬ ধরনের ভিটামিন ও মিনারেল। সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগে দেশের পুষ্টি–চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখাই এ পণ্যের লক্ষ্য বলে জানায় প্রতিষ্ঠানটি।
নেসলে বাংলাদেশের বায়ো-নিউট্রিশন বিভাগের প্রধান এএসএম হাফজুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি যে বিসিএসআইআর-এর সহযোগিতায় তৈরি এই ফর্টিফায়ারটি বাংলাদেশের শিশুদের উন্নয়ন এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবিইউইক্রমা বলেন, মানসম্মত ও উন্নতমানের খাদ্যের মাধ্যমে জীবনের মান উন্নয়ন করাই নেসলের লক্ষ্য। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নেসলে বাংলাদেশ মানুষের পুস্টি ও ভিন্ন স্বাদের চাহিদার কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
বিডি-প্রতিদিন/সুজন