জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ৭টি ইউনিটে মোট ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে এবার জাবিতে প্রতি আসনের বিপরীতে ১১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী লড়বেন।
জাবির শিক্ষা শাখার তথ্যমতে, ইউনিটভিত্তিক আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬টি আসনের জন্য আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি। যেখানে আসনপ্রতি লড়বেন ১৪১ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি। এতে আসনপ্রতি লড়বেন মাত্র ৬৩ জন। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ) ৪৬৬ আসনের জন্য ৪৭ হাজার ৪৯৭টি আবেদন পড়েছে। এখানে আসনপ্রতি লড়বেন ১০১ জন। ‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) মাত্র ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫৮ জন। তবে ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ আসনের জন্য আবেদন পড়েছে ৭০ হাজার ২২০টি। এতে সর্বোচ্চ ২২৬ জন শিক্ষার্থী প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনে আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি, যেখানে আসনপ্রতি লড়বেন ৫৮ জন। এ ছাড়া, ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ আসনের বিপরীতে ৫ হাজার ৪১১টি আবেদন পড়েছে। এতে আসনপ্রতি লড়বেন ৯৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।