‘মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন আজ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মো. মাহমুদুল হাসান। গতকাল নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন। এ মন্তব্যের পর অনেকে তীব্র সমালোচনা করেছেন। সমালোচকরা বলছেন, একজন শিক্ষক হিসেবে তাঁর বক্তব্য উগ্রতার বহিঃপ্রকাশ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় সভাপতি ফুয়াদ রাতুল বলেন, ‘বাংলায় নারীদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে অগ্রণী ভূমিকা রেখেছেন বেগম রোকেয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি বেগম রোকেয়াকে যেভাবে ট্যাগিং করলেন, সেটা খুবই দুঃখজনক।’ জানতে চাইলে ড. মাহমুদুল হাসান বলেন, ‘এ রকম মন্তব্য আগেও বহুজন করেছে। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে এমন মন্তব্য করায় হয়তো সমালোচনা হচ্ছে।’ উল্লেখ্য, ২০০৯ সালে মাহমুদুল হাসান ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগ দেন। পরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন।