জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন বলেছেন, রাজনীতিতে বিভাজন চলছে। এই বিভাজন নিয়ে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। আসিনুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন এনডিএফ সেই ঐক্যে নেতৃত্ব দেবে। ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে নিতে আমরা শরিকরা একসঙ্গে কাজ করব। গতকাল জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত এক সভায় এ কথা বলেন সাবেক এই প্রতিমন্ত্রী।
গোলাম সারোয়ার মিলন বলেন, অতীতের সরকার নির্বাচন নিয়ে যে ভুল করেছে তা থেকে শিক্ষা নিতে হবে। নইলে জাতিকে আরও মাশুল দিতে হবে। আমরা সেই ভুল আর করতে চাই না। সভায় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান এ বি এম ওয়ালিউর রহমান খান, মো. আবদুল্লাহ, এম এ ইউসুফ, ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ।