আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় দিনেও ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৩১৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ৩৫টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সোমবারের তুলনায় ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ৪৫৮ কোটি ৩ লাখ টাকা। সোমবার লেনদেন হয় ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৯৩ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। ৩৯১ টাকা ১০ পয়সা থেকে কমে ৩৮৩ টাকায় কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩১ লাখ টাকার। ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ।
অন্যদিকে চট্টগ্রামের শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৩১টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকা। সোমবার লেনদেন হয় ১৫ কোটি ৭৬ লাখ টাকা।