সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ এসব ক্ষেত্রের কর্মচারীদের পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসের বিষয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে আজ। বিকালে কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে সুপ্রিম কোর্টে এই সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এ আগে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫-এর ১৭ ধারা অনুসারে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে সভাপতি করে গত ১ ডিসেম্বর এ কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত স্মারকে এ কমিটির কথা উল্লেখ করা হয়েছে।
কমিটিতে সদস্য করা হয়েছে আটজনকে। তারা হলেন- আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।
বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য গত ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করে অন্তর্বতী সরকার। এর মধ্য দিয়ে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ হিসেবে স্বাধীন বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়। এ অধ্যাদেশ জারির পরদিন অর্থাৎ গত ১ ডিসেম্বর অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রধান বিচারপতির মনোনয়নে পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসে সংক্রান্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের ১৭(২) ধারা অনুসারে ‘পদ সৃজন’ কমিটির সুপারিশ অনুযায়ী পদ সৃষ্টির আদেশ জারি করা হবে। আদেশ জারির কার্যপদ্ধতিও নির্ধারণ করবে এ কমিটি।