ফরিদপুর শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত নিলটুলীতে একটি দোতলা ভবনের সামনের অংশ ধসে পড়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, নিলটুলীতে অবস্থিত দোতলা ভবনটিতে ‘বেস্ট বাই’ নামের একটি শোরুম রয়েছে। এই শোরুমটির পাশেই সঞ্জয় সাহা নামের এক ব্যক্তি নতুন ভবন তৈরির জন্য কয়েক দিন আগে মাটি কেটে পাইলিংয়ের কাজ করছিলেন। গতকাল সকালে শোরুমের বিক্রয় প্রতিনিধিরা আসার পর হঠাৎ বিকট শব্দ করে ভবনের একটি অংশে ফাটল দেখা দেয়। কয়েক মিনিট পর ভবনের সামনের দোতলার অংশটি ধসে পড়ে। এ সময় ভবনে থাকা লোকজন ভবনটি ছেড়ে রাস্তায় নেমে আসেন। আধা ঘণ্টা পর ভবনটির সামনের পুরো অংশটিই ধসে যায়। যে কোনো সময় পুরো ভবনটি ধসে যেতে পারে। এ ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটিতে থাকা লোকজনদের সরিয়ে দিয়েছেন। ধসে পড়া ভবনের মালিক মনিরা আহসান অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী একটি নতুন ভবন তৈরি করার সময় ভবনের মালিক সঞ্জয় সাহাকে বারবার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করার কথা বলা হলেও তিনি কর্ণপাত করেননি। যে কারণে এতবড় দুর্ঘটনা ঘটল। ভবনটি ভেঙে পড়ার কারণে মালামালসহ প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
নির্মাণাধীন ভবনের মালিক সঞ্জয় সাহার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
কোতোয়ালি থানার এসআই মো. মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ফরিদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈই বলেন, যাতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে।