ব্যবসায়ীদের ওপর জুলুম, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় সব জুয়েলার্স ব্যবসাপ্রতিষ্ঠান গতকাল সকাল-সন্ধ্যা বন্ধ রেখেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জেলা শাখা। কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় এক আলোচনা সভার ডাক দিয়েছে সংগঠনটি। শহরের পালম্যানশন মার্কেটের মালিকপক্ষ কর্তৃক জুয়েলার্স ব্যবসায়ীদের ওপর এসব অন্যায়ের প্রতিবাদে এ কর্মসূচি নিয়েছেন সংগঠনটি।
সরেজমিন জানা গেছে, গাইবান্ধা শহরের পালম্যানশন মার্কেটে ৬০ জন জুয়েলার্স ব্যবসায়ী রয়েছেন। দীর্ঘ ২৫ বছর ধরে মার্কেটের মালিক গোপাল বাবুর কাছে দোকন বরাদ্দ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসায়ীরা। ওই সময়ের মধ্যে গোপাল বাবুর সঙ্গে নানা শর্তে টাকা-পয়সা লেনদেন হয় ওই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে। নানা আশ্বাসে কালক্ষেপণ করতে থাকেন তিনি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-দরবার হলেও কোনো সুরাহা হয়নি। এরই ধারাবাহিকতায় মার্কেটের মালিক গোপল বাবুর ছেলে গোবিন্দ পাল ব্যবসায়ীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করাসহ অন্যায়ভাবে দোকানপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা দাবি ও নানা রকম হয়রানি করতে থাকেন। এরই প্রতিবাদে গাইবান্ধার সব জুয়েলার্স ব্যবসায়ী তাদের দোকান বন্ধ রেখেছেন।
বাজুস গাইবান্ধা জেলা শাখার সহসভাপতি ও রুপা হাউসের স্বত্বাধিকারী রাফিউল ইসলাম রিবু বলেন, মার্কেটের প্রতিটি ব্যবসায়ীর কাছে ২ থেকে ৩ লাখ টাকা দাবি করতেছে মালিকপক্ষ। এটা এক ধরনের চাঁদাবাজি। আমরা এর প্রতিবাদ জানাই।