দেশের প্রথম কোনো বেসরকারি হাসপাতাল হিসেবে বোনম্যারো ট্রান্সপ্লান্ট পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালটির কর্তৃপক্ষকে এ অনুমতিপত্রটি তুলে দেন। হাসপাতালের পক্ষে এটি গ্রহণ করেন সিইও ও পরিচালক প্রফেসর ডা. জাবরুল এসএম হক। এতে আরও বলা হয়, দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এটাই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে বোনম্যারো ট্রান্সপ্লান্টের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হলো। গত ১ ডিসেম্বর থেকে এক বছরের জন্য এই অনুমতিপত্র দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, সরকারি খাতের বাইরে বোনম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ বাড়লে রোগীদের চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে। এতে দেশে জটিল রোগ ব্যবস্থাপনায় নতুন অধ্যায় সূচিত হবে।