রংপুরে বিভাগীয় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬ শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান। বংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনসুর আলী সরকার, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হিল সাফি, মানিকগঞ্জ ইউনিক কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বগুড়া জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান। যে কোনো মুহূর্তে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নতুন করে দ্বন্দ্ব বেঁধে যেতে পারে দাবি করে এ আহ্বান জানান তিনি।