মেহেরপুর শহরের কদমতলা মোড়ে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণের ভিডিও ধারণ করায় বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ছাড়া রাস্তা দখলের প্রতিবাদ করায় সুন্নত আলী নামে এক ব্যক্তিকে মারধর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। শহরের হোটেল বাজার এলাকার প্রভাবশালী হাবিব ইকবাল, তার ছেলে সিফাতসহ সহযোগীরা গতকাল এ ঘটনা ঘটায়। মাহবুবুল হক পোলেন জানান, বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত সহকারী সামশুজ্জোহা সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন এমন খবর পেয়ে তিনি সেখানে গিয়ে ভিডিও ধারণ করেন। এ সময় স্থানীয় হাবিব ইকবাল তার ওপর হামলা করে। তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ব্যবসায়ী সুন্নত আলী তাকে উদ্ধার করে। তিনি আরও বলেন, এর জেরে গতকাল হাবিব ইকবালের ছেলে সিফাত ও সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে না থাকায় বৃদ্ধ বাবাকে লাঞ্ছিত করে এবং তাকে ফোনে হত্যার হুমকি দেয় সিফাত। এর পরই বৃহস্পতিবার তাকে উদ্ধারকারী সুন্নত আলীর দোকান ভাঙচুর এবং মারধর করা হয়। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার অরুণ কুমার বলেন, অভিযোগ পেয়েছি। অফিসার ইনচার্জের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।