‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না বলে জানায় নির্বাচন কমিশন (ইসি)। বুধবার মধ্যরাত থেকে বিশ্বের সব দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন অ্যাপ একসঙ্গে উন্মুক্ত করা হয়। গতকাল বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসবাসরত নিবন্ধন করা ভোটারদের ব্যালট পেপার আগামী সপ্তাহ থেকে পাঠানো শুরু করবে ইসি। সৌদি আরবসহ সাত দেশের প্রবাসী বাংলাদেশি ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সচল করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান। তিনি বলেন, আমরা কাজ করছি (আজ শুক্রবার) সকালের মধ্যে উন্মুক্ত করে দেওয়ার জন্য। যাতে শুক্রবার ছুটির দিন, প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন। প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভিতরের তিন ধরনের ব্যক্তির জন্য গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। এরপর ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়, যা বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে যে কোনো দেশ থেকে নিবন্ধন করা যাচ্ছে। ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যক্রম চলবে।
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৫১ হাজার : জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন সাড়ে ৫১ হাজারের বেশি প্রবাসী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। গতকাল সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ান, যুক্তরাষ্ট্র প্রভৃতি।
গতকাল সকাল ১০টা পর্যন্ত ৫১ হাজার ৭২২ প্রবাসী নিবন্ধন করেছেন। এ ছাড়া বাংলাদেশে বসবাসরত (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি) ভোটাররা ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।