জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, শারদীয় দুর্গোৎসবের বাণী হলো, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা এবং ধর্মবর্ণনির্বিশেষে সব মানুষের আনন্দ ও সমৃদ্ধি কামনা করা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার আরও বলেন, দুর্গোৎসব এখন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এ উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। হাওলাদার বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়। রুহুল আমিন দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের সব অনুসারীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।