‘কৃষিই সমৃদ্ধি’— এই স্লোগানকে সামনে রেখে রবি ২০২৫–২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল-এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
উপজেলা কৃষি অফিসার আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরডিবি অফিসার নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ, কৃষি সম্প্রসারণ অফিসার অদৈত রায়সহ স্থানীয় কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, কৃষিই আমাদের শক্তি, কৃষিই দেশের সমৃদ্ধির ভিত্তি। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকার নিয়মিত ভর্তুকি দিচ্ছে, বীজ–সারসহ নানা সহায়তা প্রদান করছে। এই কার্যক্রমের লক্ষ্য কৃষকদের আরও স্বাবলম্বী করা।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার আবু সালেক বলেন, বোরো মৌসুমে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যেন প্রয়োজনীয় বীজ–সার পায়, সেজন্যই সরকারের এ উদ্যোগ। এতে কৃষকরা ব্যয় কমিয়ে ভালো ফলন পাবেন।
কর্মসূচির আওতায় ৪০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়। এছাড়াও ৬৫০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ প্রদান করা হয়। উপজেলার মোট ১০৫০ জন কৃষক এ উপকরণ সহায়তা পাচ্ছেন।অনুষ্ঠান শেষে উপকরণগুলো কৃষকদের হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বিডি-প্রতিদিন/জামশেদ