শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত পরীক্ষার একটি গতকাল ছুটির দিনে খুলনার ১২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় এ পরীক্ষার আয়োজন করেছে কর্তৃপক্ষ।
গতকাল সকাল ৯টা থেকে খুলনা জিলা স্কুল, করোনেশন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মন্নুজান স্কুল, সরকারি মডেল মাধ্যমিক স্কুলসহ ১২টি সরকারি বিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৭ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার যে নির্দেশনা দিয়েছে তা মেনেই ছুটির দিনে পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা। সরেজমিন দেখা যায়, পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি ছিল সন্তোষজনক। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় পরীক্ষাগুলো। শিক্ষকরা বলছেন, একদিকে তারা দাবি আদায়ে যেমন সরব, তেমনি দায়িত্ববোধের জায়গা থেকে ছুটির দিনেও পরীক্ষা হলে উপস্থিত হয়েছেন।
তবে অভিভাবকরা বলছেন, শিক্ষকদের আন্দোলনের জেরে পরীক্ষার সময় শিক্ষার্থীদেরকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এতে মানসিক চাপের মুখে পড়ছে শিক্ষার্থীরা।