রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে চলছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’ প্রদর্শনী। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। প্রদর্শনীতে উত্তরা থেকে এসেছেন জিহাদ হোসেন। তিনি বলেন, ‘এ ধরনের প্রদর্শনীতে এসে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সব ধরনের কোম্পানি এক ছাতার নিচে পাওয়া যায়।’ মিরপুর সিরামিকসের সেলস জেনারেল ম্যানেজার রিয়াজুল ইসলাম চৌধুরী বলেন, ‘মেলায় উৎপাদনকারী এবং সাপ্লায়ারদের মধ্যে বন্ধন তৈরি হয়। এক ছাতার নিচে কাঁচামাল থেকে শুরু করে ফিনিশ পণ্যের সব তথ্য পাওয়া যায়।’ বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) জানায়, এক্সপোতে বাংলাদেশসহ ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। পাশাপাশি এ খাতের ৫০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা অংশ নিচ্ছেন।
বিসিএমইএ সাধারণ সম্পাদক ইরফান উদ্দীন বলেন, ‘এটা দেশের চতুর্থ ও এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী। প্রস্তুতকারক, রপ্তানিকারক ও সরবরাহকারীরা মেলায় তাদের পণ্য, আধুনিক প্রযুক্তি ও নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।’