নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধে প্রবাস ফেরত যুবকককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার নিলক্ষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া নিলক্ষা গ্রামের আওয়াল মিয়ার ছেলে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, আগে থেকেই মামুনের সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলছিল। ১৫ দিন আগে মামুন কুয়েত থেকে বিদেশে আসেন। ঘটনার দিন দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মামুনসহ ২ জন গুরুতর আহত হন। পরে মামুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি প্রবির ঘোষ জানিয়েছেন, পারিবারিক বিরোধের এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলছে।
বিডি-প্রতিদিন/এমই