নারী উদ্যোক্তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে মুন্সীগঞ্জে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা। সোমবার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মেলাটি উদ্বোধন করেন।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে এ আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
মেলা প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে একটি উঠান বৈঠকও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সৈয়দা নুরমহল আশরাফী নারী ও কন্যা শিশুর জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি নিরাপদ দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা।
বিডি-প্রতিদিন/এমই