নোয়াখালী সদরের আন্ডারচর বাংলাবাজার এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে ধারাবাহিক হামলা–ভাঙচুর এবং অগ্নিসংযোগে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নজরদারি না থাকায় ক্ষোভ আরও বাড়ছে। এর প্রতিবাদে রবিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে বাংলাবাজারে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে শত শত ব্যবসায়ী ও সাধারণ মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি, হামলা ও লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ গ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার যেন দীর্ঘদিন ধরে অস্ত্রবাজ ‘হাসান–মাহফুজ বাহিনীর’ আতঙ্কে জিম্মি। একের পর এক জমি দখল, চাঁদাবাজি, হামলা—সবই চলছে নির্ভয়ে। সম্প্রতি গভীর রাতে ব্যবসায়ী হোরণ মিয়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সন্ত্রাসীরা তাঁর শেষ সম্বল ছাগলসহ তিনটি গবাদিপশুও পুড়িয়ে দেয়। গত এক মাসে এ ধরনের অন্তত ৮–১০টি ঘটনা ঘটেছে বলে দাবি করেন এলাকাবাসী।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. আলী আহম্মদ রাশেদসহ স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুব্ধ নাগরিকরা।
বক্তারা বলেন, ‘অস্ত্রবাজদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। ভয় নয়, চাই প্রতিরোধ—আতঙ্ক নয়, চাই ন্যায়বিচার।’
সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজন রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল