উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলায় ছয় দিনব্যাপী হোগলা পাতার হস্তশিল্প তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরছিফলি গ্রামে কার্যক্রমটির উদ্বোধন করা হয়। এটি বাস্তবায়ন করছে ব্র্যাক মাইক্রোফাইনান্স প্রগতি।
ব্রাক ভোলা অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাক বরিশাল সাউথ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, সিনিয়র অফিসার মো. শাহিন রেজা, এলাকা ব্যবস্থাপক সুবীর কুমার গাইন ও মো. কামরুল হাসানসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই