বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে তিন নারীকে অদম্য নারী সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‘অদম্য নারী সম্মাননা’ শীর্ষক কার্যক্রমের আওতায় এ আয়োজন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা।
মঙ্গলবার সকালে টাউন হল মিলনায়তনে তাদের হাতে সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।
সম্মাননা পাওয়া তিন নারী হলেন, শিক্ষা ও চাকরিরর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রুপা মল্লিক, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফাতেমা খাতুন ও সফল জননী শান্তি প্রভা চাকমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুূদ, অতিরিক্ত জেলা প্রশাসক উপ-পরিচালক হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, মহিলা অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা। তারা বেগম রোকেয়ার সংগ্রামী জীবনের নানাদিক তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/এমই