সিলেটে খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার জালালাবাদ থানাপুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেফতার হওয়া মনির মিয়া (২৫) জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।
র্যাব জানায়, মনির মিয়া নির্যাতিতা ওই তরুণীর সম্পর্কে খালাতো ভাই। এক বছর আগে তরুণীর মা মারা যান। মৃত্যুর পূর্বে তরুণীর মা শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করতেন। ওই বাসার মালিক মাঝে মধ্যে তরুণীর পরিবারকে আর্থিক সহায়তা করতেন। গত ৩১ অক্টোবর মনির জানায় ওই বাসার মালিক আর্থিক সহায়তা দেওয়ার জন্য তরুণীর পরিবারকে ডেকেছেন। বাড়িতে বাবা না থাকায় তরুণী মনিরের সাথে রওয়ানা হয়। পথিমধ্যে রাবার বাগানের ভেতর মনির ওই তরুণীকে ধর্ষণ করে এবং ঘটনা না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে তরুণী বাড়িতে এসে পরিবারের কাছে ধর্ষনের ঘটনাটি জানায় ও জালালাবাদ থানায় মামলা দায়ের করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনির মিয়াকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম